ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, নকল-নবিশ নিয়োগে অনিয়মের প্রমাণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৭, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নকল-নবিশ নিয়োগ, ঘুষ দাবি এবং আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে এসব অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে কমিশন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদক চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইয়েদ আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের পর গণমাধ্যমকে তিনি জানান, বেশ কিছু অনিয়ম এবং আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।


সাইয়েদ আলম বলেন, “এখানে অনেক আগে থেকেই নকল-নবিশ নিয়োগ বন্ধ ছিল। তবুও আইজিআরের (ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন) অনুমতি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে। পরে এ নিয়োগ বাতিল করা হয়। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হবে।”

তিনি আরও জানান, সাবেক জেলা রেজিস্ট্রার মিশন চাকমা, অফিস সহকারী ও প্রধান সহকারীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথি তলব করা হয়েছে। তাদের সম্পদের হিসাবও যাচাই করবে দুদক।


নামজারি ও অন্যান্য কাজে ঘুষ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরাও এ ধরনের অভিযোগ শুনেছি। সরেজমিনে গেলে সবাই সতর্ক হয়ে যায়, তারপরও আমরা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পেয়েছি। ঘুষ নেওয়ার সরাসরি প্রমাণ না পেলেও আর্থিক অনিয়মের ইঙ্গিত আছে।”

দালালদের বিষয়ে তিনি জানান, “আজকের অভিযানে সরাসরি কোনো দালাল পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রামের পাশাপাশি দেশের আরও ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ বিভিন্ন সেবায় দুর্নীতি, হয়রানি ও ঘুষ আদায়ের অভিযোগে এসব অভিযান চালানো হয়।

অভিযান শেষে সাইয়েদ আলম বলেন, “আমরা সব তথ্য সংগ্রহ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেব। আরও কিছু রেকর্ড আমরা পর্যালোচনা করছি। এই প্রক্রিয়া চলমান থাকবে।”