প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছ থেকে ১০০ কোটি টাকা পৌরকর আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে ১০০ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন।
চসিক সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর মেয়র ডা. শাহাদাত হোসেন চবকের কাছে দীর্ঘদিনের বকেয়া পৌরকর পরিশোধের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেন। বন্দর কর্তৃপক্ষ থেকে সাড়া না পেয়ে মেয়র নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে বিষয়টি উত্থাপন করেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে আপাতত ১০০ কোটি টাকা চসিককে প্রদান করার নির্দেশনা দেয়।
চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ১৯৯৪-৯৫ অর্থবছর থেকে শুরু করে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর কখনোই নিয়মিতভাবে পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের ভিত্তিতে চসিকের প্রস্তাবিত পৌরকর পুরোপুরি পরিশোধ করেনি। আগে বহু মেয়র উদ্যোগ নিয়েও সফল হননি। কেউ কেউ আবার অজ্ঞাত কারণে বন্দর কর্তৃপক্ষকে কর মওকুফ করে দেন। অবশেষে প্রায় ৩০ বছর পর বর্তমান মেয়রের উদ্যোগেই প্রস্তাবিত পৌরকরের প্রায় পুরোটা আদায় করতে সক্ষম হলো চসিক।
এই পৌরকর আদায় চসিকের রাজস্ব আয়ে নতুন মাত্রা যোগ করেছে। ফলে নিজস্ব তহবিল থেকে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চেক হস্তান্তরের সময় মেয়র ও বন্দর চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের চারপাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা করেন। বন্দর ব্যবহারজনিত কারণে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন মেয়র, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে। একইসঙ্গে মেয়র আশ্বাস দিয়েছেন, চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে চসিক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।