চট্টগ্রাম নগরের ব্যস্ততম রিয়াজউদ্দিন বাজারের রহমান ম্যানশনের তৃতীয় তলায় একটি জুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে দোকানটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোতে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।