নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সাবেক শিক্ষার্থীকে মারধর করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে ক্যাম্পাসের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শাওন হোসেন চবির পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। পয়লা বৈশাখ উপলক্ষে তিনি ক্যাম্পাসে আসলে ছাত্রদল কর্মীদের হাতে লাঞ্ছিত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাওনকে আটক করে প্রথমে অগ্রণী ব্যাংকের পেছনে ও পরে সেন্ট্রাল ফিল্ডে নিয়ে মারধর করা হয়। এরপর তাকে জুতার মালা পরিয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
চবি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মারধরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একজন কর্মী শামীম উদ্দিন জানান, শাওনের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতীতে হামলার অভিযোগ রয়েছে।
চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “শাওনের বিরুদ্ধে একাধিক ছাত্রদল কর্মী ও সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ আছে। তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।”
অন্যদিকে, শাওন হোসেন দাবি করেন, “আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমাকে মিথ্যা অভিযোগে আটক করে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।”
চবি চিকিৎসাকেন্দ্রের প্রধান মেডিকেল কর্মকর্তা জানান, শাওনের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও তিনি আতঙ্কিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার বলেন, “লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”