ঢাকামঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআরবিতে বর্ষবরণে লোকসমাগম কম, ডিসি হিলে হামলার প্রভাব

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৪, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ বরণের আয়োজন। নাচ, গান, আবৃত্তি ও দলীয় পরিবেশনায় মুখর এই আয়োজনের দ্বিতীয় দিনে অংশ নিয়েছে একাধিক সাংস্কৃতিক সংগঠন। তবে লোকসমাগম ছিল গতবারের তুলনায় একেবারেই কম।

অনুষ্ঠান শুরুর আগে ভায়োলিনিস্ট চিটাগংয়ের পরিবেশনায় সমবেত বেহালাবাদনের মধ্য দিয়ে সূচনা হয় বর্ষবরণের। এরপর আনন্দী সংগীত একাডেমি, সংগীত ভবন, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, নজরুলসংগীত শিল্পী সংস্থা, শ্রুতিনন্দন, নটরাজসহ বেশ কয়েকটি সংগঠন তাদের পরিবেশনায় অংশ নেয়। আবৃত্তি পরিবেশন করে বোধন, প্রমা, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন আবৃত্তি সংগঠন।

ডিসি হিলের হামলার প্রভাব

অনুষ্ঠানের আয়োজক ও দর্শনার্থীদের মতে, আগের দিনের ডিসি হিলের নববর্ষ মঞ্চে হামলার ঘটনায় দর্শকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার কারণে আজকের আয়োজনেও দর্শনার্থীর সংখ্যা ছিল নগণ্য।

নববর্ষ উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের জানান,“আধা কিলোমিটার দূরত্বে একটা হামলার ঘটনা ঘটেছে। তার প্রভাব তো পড়বেই। এ কারণে লোকসমাগম খুবই কম। তবে আমাদের সব সংগঠনই পরিবেশনায় অংশ নিচ্ছে।”

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যায় নগরের ডিসি হিল প্রাঙ্গণে নববর্ষ উপলক্ষে নির্মিত মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে জেলা প্রশাসন ১৩টি সাংস্কৃতিক সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দেয়, যাদের “ফ্যাসিস্টের দোসর” বলে অভিযুক্ত করা হয়। এ ঘটনার জেরে ডিসি হিলের আজকের (সোমবারের) অনুষ্ঠান বাতিল করা হয়।

শিল্পীদের পরিবেশনা, দর্শকদের অভাব

সিআরবিতে আয়োজিত অনুষ্ঠানে সকাল সাড়ে নয়টার দিকে দেখা যায়, দর্শক আসনের বেশিরভাগই ফাঁকা। উপস্থিত ছিলেন মূলত শিল্পী, কলাকুশলী ও তাঁদের আত্মীয়স্বজন। উপস্থিত এক তরুণ দর্শনার্থী সোহেল বলেন,“অন্যান্যবার সকাল থেকেই যে পরিমাণ লোকজন আসে, এবার সেটা চোখেই পড়ছে না। হয়তো ডিসি হিলের ঘটনার কারণে মানুষ আসতে ভয় পাচ্ছে।”

তবে আইনশৃঙ্খলা রক্ষায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিআরবির বিভিন্ন প্রবেশপথে বসানো হয় আর্চওয়ে, মেটাল ডিটেক্টরসহ নানা নিরাপত্তা সরঞ্জাম।

ফুলকিতে শিশুদের বৈশাখী উৎসব

এদিকে চট্টগ্রামের নন্দনকাননের ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনব্যাপী ‘ছোটদের বৈশাখী মেলা’। আজ শেষ দিনে সেখানে সকাল থেকে চলেছে গান, নাচ, আবৃত্তি, গল্প বলা ও জাদু প্রদর্শনী। শিশুদের অংশগ্রহণে এই আয়োজন আলাদা মাত্রা যোগ করেছে এবারের নববর্ষে।