চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় নববর্ষের অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানার ডিসি হিলের নজরুল স্কয়ারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক এসে অনুষ্ঠান আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে স্লোগান দিয়ে মঞ্চের পেছনের কাপড় ছিঁড়ে ফেলে, ব্যানার ভাঙচুর করে এবং সাজসজ্জার উপকরণ নষ্ট করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, “আটক ব্যক্তিরা দাবি করেছে, অনুষ্ঠানটি ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেউ আহত হয়নি।”
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, “৩০–৪০ জন ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দিতে আমাদের মঞ্চে হামলা চালায়। তাদের উগ্রতা দেখে আমরা সরে দাঁড়াই। তারা মঞ্চের পেছনের কাপড় ছিঁড়ে ফেলে, ব্যানার ছিঁড়ে দেয়। এ অবস্থায় আগামীকালের অনুষ্ঠানের পরিবেশ নেই। আমরা অনুষ্ঠান বাতিল করছি।”
তিনি আরও বলেন, “ডিসি অফিসে পূর্ববর্তী মিটিংয়ে যাদের দেখা গিয়েছিল, হামলাকারীদের মধ্যে তাদের কয়েকজনও ছিল বলে শুনেছি। এখন আমরা কোনো ঝুঁকি নিতে পারি না।”
ঘটনার পর ডিসি হিলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে হামলার ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই।