ঢাকাসোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অল্পদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৩, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শিগগিরই ছয় লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের এলজিইডি ভবনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।

সভায় যৌতুক প্রথা রোধে ইমাম ও খতিবদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, “শুধু ফেস্টুন বা স্লোগানে যৌতুক রোধ সম্ভব নয়, বরং মসজিদের মিম্বর থেকেই এ নিয়ে সচেতনতা তৈরি করতে হবে।”

বিয়ে নিবন্ধন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “অনেক সময় সরকারি বিধি উপেক্ষা করে অতিরিক্ত ফি আদায় করা হয়, যা বন্ধ করতে হবে। রশিদ প্রদান বাধ্যতামূলক করতে হবে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।”

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী।

সভায় অংশগ্রহণকারী নেতারা বাল্যবিয়ে রোধে কনের স্থায়ী ঠিকানায় বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা, নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করার সংস্কার কমিশনের সুপারিশ বাতিল এবং বর ও কনের বয়সসীমা যথাক্রমে ২০ ও ১৬ বছর নির্ধারণের প্রস্তাব উত্থাপন করেন। এসব দাবিকে ঊর্ধ্বতন মহলে তুলে ধরার প্রতিশ্রুতি দেন ধর্ম উপদেষ্টা।