ঢাকাশনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় চার দিনের ছুটি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১২, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ টানা চার দিনের ছুটির আনন্দে মেতে উঠছে পাহাড়ি জনপদ। শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী সোমবার (১৪ এপ্রিল) পর্যন্ত। পাহাড়ের বৃহৎ সামাজিক উৎসব বৈসাবিকে কেন্দ্র করেই এই ছুটির সময়সীমা নির্ধারিত হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ১৩ এপ্রিল (রবিবার) বাংলা বছরের শেষ দিন তথা চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর পরদিন ১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখ—শুভ বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। এই দুই দিনের ছুটির সঙ্গে যোগ হয়েছে ১১ ও ১২ এপ্রিলের সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে পার্বত্য অঞ্চলের মানুষের জন্য এবার একটানা চার দিন ছুটির আমেজ বিরাজ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ মার্চ জারি করা এক নির্বাহী আদেশে চৈত্র সংক্রান্তির এই ছুটি অনুমোদন করা হয়। ছুটির সময় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য জেলাগুলোর জন্য চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। তবে পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় এনে তিন পার্বত্য জেলায় তা দেওয়া হয়েছে সাধারণ ছুটির স্বীকৃতি।

বাংলাদেশ ব্যাংকও ছুটির তালিকায় যুক্ত হয়েছে। তাদের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে, ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো বন্ধ থাকবে।

বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ—এই তিন উৎসবকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে এখন চলছে আনন্দ, উৎসব আর সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপরূপ মিলনমেলা। এই ছুটির সময়ে পাহাড়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলেই আশা করছেন স্থানীয়রা।