ঢাকাশনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাখিল পরীক্ষার এটেনডেন্স শিটে ফ্যাসিস্ট সরকারের স্লোগান, পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১১, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

১০ এপ্রিল ২০২৫, সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের সকাল ছিল অন্য দিনের চেয়ে ভিন্নতর। রাজধানীসহ দেশের নানা প্রান্তে পরীক্ষার্থীরা সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। কেন্দ্রগুলোতে প্রথম দিন হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক টেনশন থাকলেও তা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি প্রশ্ন—শিক্ষার কাগজে রাজনীতির ছাপ কেন?

রকিবুল হাসান রাকিব নামের একজন দাখিল পরীক্ষার্থী জানান, “সকাল ৯টার আগেই আমরা সবাই কেন্দ্রে পৌঁছে যাই। হল গার্ডরা আমাদের হাতে এটেনডেন্স শিট তুলে দেন। প্রথম দিন বিধায় নিয়ম-কানুন ব্যাখ্যা করছিলেন তাঁরা। ঠিক তখনই আমি দেখতে পাই—শিটের উপরের ডান কোনে বড় করে লেখা ‘শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। এটি দেখে আমি হতবাক হয়ে যাই।”

পরীক্ষার্থী আরও জানান, “জুলাই অভ্যুত্থানের আজ নয় মাস চলছে। আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে মাদরাসা বোর্ডের এহেন দলীয় প্রচারণা আমাদের জন্য এক ধরণের অবমাননা। শহীদ নূর মুস্তাফা—যার রোহিঙ্গা পিতা হওয়ায় আজও তাকে সরকার শহীদের স্বীকৃতি দেয়নি—সে আজ বেঁচে থাকলে এই দাখিল পরীক্ষায় অংশ নিত।”

একজন সক্রিয় আন্দোলনকারী হিসেবে তিনি মন্তব্য করেন, “এটি শুধু লজ্জাজনক নয়, চরম অপমানজনক। যে সরকার রক্তের দামে অর্জিত শিক্ষা ব্যবস্থাতেও নিজের নামে স্লোগান বসিয়ে দেয়, তার প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার থাকে না। যাঁরা এখনো হাসিনার গোলামী করছেন, তাঁদের বিবেক জাগুক—এই প্রত্যাশা রাখি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা এ বিষয়ে শিক্ষাবোর্ডের ব্যাখ্যা চায়। পরীক্ষার মতো স্পর্শকাতর একটি স্থানে দলীয় স্লোগান ব্যবহার কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্ন তুলেছেন শিক্ষক ও অভিভাবকরাও।