চট্টগ্রামের চন্দনাইশে নিজের ভাগিনীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা এবং তার দাদা-দাদীকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এই মামলার একমাত্র অভিযুক্ত নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার চন্দনাইশ থানায় হস্তান্তর করে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ৮ এপ্রিল চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় ১৯ বছর বয়সী কলেজছাত্রী আরজু আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তার মামা নাজিম উদ্দীন। ঘটনা দেখে ফেলায় আরজুর বৃদ্ধ নানা-নানিকেও কুপিয়ে আহত করে সে। আহত আব্দুল হাকিম (৭০) ও ফরিদা বেগম (৬০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাজিম নিহত আরজুর নানির আপন বোনের ছেলে। বর্বর এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।