ঢাকাশনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের ফরম ভাগাভাগির অভিযোগ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১১, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও একচেটিয়াতার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা সমিতির কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের সব মনোনয়ন ফরম নিজেরা ভাগাভাগি করে নিয়েছেন। ফলে আওয়ামী লীগ, এলডিপি ও স্বতন্ত্র প্রার্থীরা কোনো ফরম সংগ্রহ করতে পারেননি।

সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে সভাপতি পদের ফরম নিতে যাওয়া অ্যাডভোকেট শাহাদৎ হোসেনের সঙ্গে। তিনি অভিযোগ করেন, ফরম নিতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন এবং তাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। শাহাদৎ হোসেন বর্তমানে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বে আছেন।

তিনি বলেন, “চট্টগ্রাম আদালতের শত বছরের ইতিহাসে নির্বাচনের মনোনয়ন ফরম নিতে গিয়ে এভাবে আইনজীবীর ওপর হামলার ঘটনা নজিরবিহীন। আমি একমাত্র আইনজীবী, যাকে ফরম নিতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হলো।”

অন্যদিকে নির্বাচন কমিশনের মুখ্য কর্মকর্তা তারিক আহমেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, “ফরম দিতে আমরা কাউকে বাধা দেইনি। শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনা পুরোপুরি ভিত্তিহীন।”

তবে জানা গেছে, ২১টি পদের বিপরীতে মাত্র ২১টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে এবং সবগুলোই কিনেছেন বিএনপি-জামায়াতপন্থী প্রার্থীরা। আওয়ামীপন্থী, এলডিপি বা স্বতন্ত্র আইনজীবীদের কেউই কোনো ফরম পাননি বলে অভিযোগ।

এ নিয়ে জেলার আইনজীবী মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং সমিতির নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন উঠেছে।