ঢাকাশনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয় : সাঈদ আল নোমান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১০, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসে ঘাম ঝরানো প্রশ্নের উত্তর দিচ্ছে, আর বাইরে প্রচণ্ড রোদে কষ্ট করছেন তাদের সঙ্গী হয়ে আসা অভিভাবকেরা। কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখা গেল চট্টগ্রাম নগরের কিছু কেন্দ্রে। অভিভাবকদের জন্য পরীক্ষাকেন্দ্রের মাঠে তৈরি করা হয়েছে ছাউনি, রাখা হয়েছে বসার চেয়ার, এমনকি বিতরণ করা হয়েছে ঠাণ্ডা কোমল পানীয়—তাও আবার একটি রাজনৈতিক উদ্যোগে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয় নগরের ১১টি পরীক্ষাকেন্দ্রে। নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, অংকুর সোসাইটি বালিকা স্কুল, চট্টগ্রাম মডেল স্কুল, ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও সিএমপি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের জন্য এই ব্যবস্থার উদ্বোধন করেন বিএনপি নেতা সাঈদ আল নোমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়; মানুষের পাশে দাঁড়ানো, সমাজের প্রয়োজনে এগিয়ে আসাও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আমি সেই জায়গাগুলো নিয়েই কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষার পরিবেশ যত সহায়ক হবে, ততই একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। এ আয়োজন শুধু আজ নয়—আগামী প্রতিটি পরীক্ষাতেও আমরা এই সহায়তা চালিয়ে যাব।”

এই উদ্যোগ শুধু অভিভাবকদের মাঝে স্বস্তি দিয়েছে তা নয়—দেখিয়েছে রাজনীতির আরেকটি মানবিক মুখ। যেখানে দায়িত্বের চেয়ে ভালোবাসাটাই মুখ্য হয়ে ওঠে।