বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “বিশ্ব মানবতা আজ বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে। মুসলিম-হিন্দু বলে কিছু নেই, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তারাই মানবতার শত্রু।”
বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম নগরের বিপ্লবী উদ্যানের সামনে ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে মহানগর স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য জাহিদুল করিম কচি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. হাসান।
মীর হেলাল আরও বলেন, “জাতিসংঘের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলছে। এখনই সময়, ইসরায়েলকে শাস্তির আওতায় এনে বিশ্ব থেকে একঘরে করে দেওয়ার।”
তিনি সকলকে ইসরায়েলি পণ্য বর্জন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
মানববন্ধনে নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনি পতাকা হাতে অংশ নেন এবং “গাজা’র পাশে দাঁড়াও”, “ইসরায়েল বন্ধ কর সন্ত্রাস”—এই স্লোগান দেন।