ঢাকাবৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১০, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় অভিযুক্ত ১০ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এ তালিকায় আছেন দেশের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং আরো বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রভাবশালী নেতৃবৃন্দ।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা নিতে আইজিপির কাছে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে ওই ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে রেড নোটিশ জারি করে তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই মামলাগুলো ২২টি পৃথক অভিযোগের ভিত্তিতে গঠিত, যেখানে মোট আসামির সংখ্যা ১৪১। এদের মধ্যে এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৭ জন এখনো পলাতক। পলাতকদের মধ্যে অধিকাংশই সাবেক সরকারের প্রভাবশালী ব্যক্তি এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান এবং সাইমুম রেজা প্রমুখ।

এই রেড নোটিশ জারির আবেদন শুধু একটি আইনি পদক্ষেপ নয়—এটি এক ঐতিহাসিক মোড়, যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের পথে অগ্রসর হলো বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, এটি আন্তর্জাতিক বিচারব্যবস্থায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং দায়মুক্তির সংস্কৃতির অবসানের সম্ভাবনার ইঙ্গিত দেয়।