মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আজ (বুধবার, ৯ এপ্রিল) বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চারদিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’-এর তৃতীয় দিনে এই সেবা উদ্বোধন করবেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্টারলিংকের পরীক্ষামূলক সেবার আওতায় সম্মেলনে অংশগ্রহণকারীরা সরাসরি এই ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। সম্মেলনের কার্যক্রমও স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। এরই মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সম্মেলনের প্রথম দুই দিনেই বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক ব্যাংকও অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য স্টারলিংককে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন দেওয়া হয়েছে গত ২৯ মার্চ। তবে পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা চালু করতে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রয়োজনীয় লাইসেন্স নিতে হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, “আমরা স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই অনুযায়ী, দ্রুততম সময়ে তাদের নিবন্ধন দেওয়া হয়েছে।”
দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিকভাবে স্টারলিংকের প্রথম সেবা চালু হয়েছে ভুটানে। এবার পরীক্ষামূলকভাবে বাংলাদেশে এই সেবা চালুর মাধ্যমে দেশটি মহাকাশ-নির্ভর ব্রডব্যান্ড ব্যবস্থার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে।