ঢাকাবৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে সংরক্ষিত বনে ফাঁদ পেতে হাতি হত্যা, দাঁত-নখ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৯, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে একটি এশিয়ান হাতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পিতভাবে ফাঁদ পেতে হাতিটিকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে হাতিটির দাঁত, নখ ও শুঁড় কেটে নিয়ে যায় তারা।

বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকার গভীর বনের ভেতর থেকে মৃত হাতিটির দেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটির মৃতদেহ উদ্ধার করে। আনুমানিক সাত বছর বয়সী হাতিটির পিঠে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তার দাঁত এবং নখ কেটে নেওয়া হয়েছে। এমনকি দাঁত কেটে নেওয়ার সময় হাতিটির শুঁড়ও উপড়ে ফেলা হয়েছে।”

তিনি আরও বলেন, “হাতিটির মৃতদেহ ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দু’একদিন আগেই হাতিটিকে ফাঁদে ফেলে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। সম্ভবত দলছুট হয়ে যাওয়ার সুযোগে একটি চক্র হাতিটিকে টার্গেট করে। এটি পরিকল্পিত বন্যপ্রাণী হত্যাকাণ্ড।”

মৃতদেহটি বনের মধ্যেই উপযুক্ত প্রক্রিয়ায় মাটিচাপা দেওয়া হবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ। একই সঙ্গে হাতি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে তারা।

প্রসঙ্গত, এশিয়ান হাতি বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম এবং বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বন বিভাগের নজরদারি ও স্থানীয় সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশবিদরা।