২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল, ১০ এপ্রিল (বুধবার) থেকে শুরু হচ্ছে। এ বছর দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ সিলেবাসে এবং তা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। প্রতিদিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরু হচ্ছে বাংলা ১ম পত্র দিয়ে। তবে সম্প্রতি সময়সূচিতে পরিবর্তন এনে গণিত বিষয়ের পরীক্ষা ২১ এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা পূর্বঘোষিত সময়ের তুলনায় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১০ এপ্রিল বাংলা ১ম পত্র, ১৫ এপ্রিল ইংরেজি ১ম পত্র, ১৭ এপ্রিল ইংরেজি ২য় পত্র, ২১ এপ্রিল গণিত, ২২ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা, ২৩ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২৪ এপ্রিল গার্হস্থ্য বিজ্ঞানসহ বিভিন্ন সাধারণ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল থেকে শুরু হবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার বিষয়গুলোর পরীক্ষা এবং ১৩ মে বাংলা ২য় পত্রের মাধ্যমে শেষ হবে চলতি বছরের এসএসসি।
পরীক্ষাকে ঘিরে শিক্ষা বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রের ভেতরে ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় প্রথমে এমসিকিউ অংশ এবং পরে সৃজনশীল অংশ অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের প্রবেশপত্র অবশ্যই পরীক্ষার অন্তত তিন দিন আগেই সংগ্রহ করতে বলা হয়েছে। OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক। সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
পরীক্ষার্থীরা শুধুমাত্র তাদের নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না—তাদেরকে অন্য কেন্দ্রের আসনবিন্যাসে স্থানান্তর করা হবে। পরীক্ষায় কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি থাকবে। পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন আনতে পারবে না। উপস্থিতির খাতায় তিনটি অংশের উপস্থিতি আলাদাভাবে গণনা করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।
পরীক্ষার সার্বিক সুষ্ঠুতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা চলাকালে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ড সততা, নিয়মিত প্রস্তুতি এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।