ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালখান বাজারে বাসচাপায় তরুণীর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৯, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় এলাকায় বাসচাপায় রিয়া মজুমদার (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহীদ সাইফুদ্দীন খালেদ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়া মজুমদার গোল্ডস্যান্ডস গ্রুপ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রিয়া একটি যাত্রীবাহী বাস (রুট নং ৭) থেকে নামার সময় পা ফসকে পড়ে যান। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগামী আরেকটি মিনিবাস (রুট নং ২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার পর কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, নগরীতে বাসচালকদের বেপরোয়া ও অসতর্ক চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত বিচার ও শাস্তির দাবিও জানান তারা।