ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে ধর্ষণচেষ্টা ব্যর্থ হওয়ায় ভাগনিকে শ্বাসরোধে হত্যা, নানী-নানাকে জবাইয়ের চেষ্টা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৯, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পৌরসভার গাছবাড়িয়া এলাকায় মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে মামার হাতে ভাগনির হত্যাকাণ্ড এবং তার নানী-নানাকে জবাইয়ের চেষ্টায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তরুণীর নাম আরজু আক্তার (২০)। তিনি কাঞ্চনগর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। জানা যায়, তিনি সম্প্রতি দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে অভিযুক্ত মামা নাজিম উদ্দীন (৩০) তাকে ধর্ষণের চেষ্টা করে। আরজু চিৎকার করলে নাজিম তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

এ সময় ঘটনাটি দেখে ফেলায় নাজিম তার মা ফরিদা বেগম (৬০) এবং বাবা আব্দুল হাকিমকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত নাজিম উদ্দীন পলাতক রয়েছে। পুলিশ নিহত আরজুর মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে এবং ঘটনাস্থলে তদন্ত চলছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিক তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।