ঢাকাবৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখতে ট্রাম্পকে ইউনূসের চিঠি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৮, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চিঠিতে তিনি বলেন, বাংলাদেশকে এই সময় দেওয়া হলে আমদানি বাড়ানো, শুল্ক কাঠামো সংস্কার ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া যাবে।

ড. ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি বাড়াতে আগ্রহী এবং আমেরিকার এলএনজি আমদানিতে চুক্তি করা প্রথম দেশ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তুলা, গম, ভুট্টা, সয়াবিনসহ কৃষিপণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পণ্যের জন্য শুল্কমুক্ত ‘বন্ডেড ওয়্যারহাউজ’ চালু করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা যন্ত্রপাতির মতো মার্কিন পণ্যে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। এছাড়া, শুল্ক প্রক্রিয়া সহজ করা, প্যাকেজিং ও লেবেলিংয়ের নিয়ম সহজ করার মতো অশুল্ক বাধাও দূর করা হচ্ছে।

ড. ইউনূস জানান, বাংলাদেশে মার্কিন ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ চালু হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে।

সবশেষে তিনি অনুরোধ করেন, “বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনায় নিন।”