ঢাকাবৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় গণহত্যার প্রতিবাদে সহিংসতায় জড়িত সন্দেহে দেশে ৪৯ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৮, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে সহিংসতা, লুটপাট ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দেশের কয়েকটি শহরে গাজা ইস্যুতে আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়, জননিরাপত্তা বিঘ্নিত হয় এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে এবং আরও মামলার প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে বাকি জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করতে জনগণের সহযোগিতাও চাওয়া হয়েছে।