সিলেটসহ দেশের বিভিন্ন শহরে সম্প্রতি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শীর্ষ পুলিশ ও বিনিয়োগ খাতের কর্মকর্তারা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) এক সরকারি নির্দেশনায় আইজিপি বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।” তিনি আরও বলেন, “সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদের নামে সংঘটিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই সহ্য করা হবে না।”
এদিকে দেশের চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন’ শুরুর দিনেই যেসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি এক বিবৃতিতে বলেন, “যখন আমরা বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে উচ্চপর্যায়ের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছি, ঠিক তখনই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও জানান, হামলার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই ছিলেন স্থানীয় উদ্যোক্তা এবং বিদেশি বিনিয়োগকারী—যারা বাংলাদেশের প্রতি আস্থা রেখে বিনিয়োগ করেছিলেন। এসব প্রতিষ্ঠানে কর্মরত দেশের বহু তরুণ-তরুণীর কর্মসংস্থান বর্তমানে হুমকির মুখে।
বিডা চেয়ারম্যানের মতে, “যারা এই জঘন্য হামলা চালিয়েছে, তারা সরাসরি দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান এবং সামগ্রিক স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করছে।”
এই ঘটনার পর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে মাঠে কাজ করছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ সুরক্ষায় প্রশাসনের দৃঢ় অবস্থান নিশ্চিত করা হয়েছে।