কক্সবাজারের সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা—এমন অভিযোগ উঠেছে স্থানীয় জেলে ও ট্রলার মালিকদের পক্ষ থেকে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্টমার্টিন উপকূলবর্তী জলসীমা থেকে অপহরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা। সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম গণমাধ্যমকে জানান, “মঙ্গলবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়া দুটি ট্রলারসহ মোট ১১ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর নাফ নদী ও উপকূলীয় অঞ্চলের জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।” ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “আমরা ১১ জন জেলে অপহরণের খবর পেয়েছি। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের আরাকান রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার উপকূলে নিজেদের আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছে। এর আগেও এই গোষ্ঠী দ্বারা জেলে অপহরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় জেলে ও ট্রলার মালিকরা।