ঢাকামঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ড থেকে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৮, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে যাচ্ছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৭ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে থাইল্যান্ডের লাইফ অ্যান্ড হেলথ করপোরেশন লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটারের দাম পড়বে ১.২৮ মার্কিন ডলার।

এই তেল ক্রয় শেষে টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

এ ছাড়া বৈঠকে সয়াবিন তেল ছাড়াও চাল, এলএনজি এবং মসুর ডাল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।