ঢাকামঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৭, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ।

সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয় ফিলিস্তিনি জোটটি। পাশাপাশি, সমগ্র ফিলিস্তিনেও পুরোদস্তুর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এতে বলা হয়, বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থক ও মানবাধিকারকর্মীদের প্রতি সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের কোয়ালিশনটি। নির্বিচার ইসরায়েলি বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনতে এ কর্মসূচি বলে জানিয়েছে তারা।

 

এদিকে, ফিলিস্তিনি জোটটির আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি) সোমবার সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।