ঢাকামঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন, সীমান্তে নতুন উত্তেজনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৭, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার-মিয়ানমার সীমান্তে নাফ নদীর তোতার দ্বীপ এলাকায় মাছ ধরতে গিয়ে মিয়ানমারের পানিসীমায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত জেলের নাম ফিরোজ, যিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ফিরোজ দুপুরে হোয়াইক্যং বিওপির আওতাধীন দক্ষিণ-পূর্ব দিকের জলসীমা পেরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় আনুমানিক ১০০ গজ ভেতরে মাছ ধরতে যান।

সেই সময় হঠাৎ করে পায়ের নিচে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে তার ডান পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফিরোজকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

সীমান্তে বাড়ছে ঝুঁকি ও আতঙ্ক

এ ঘটনায় সীমান্তবর্তী জেলেপল্লীতে ভীতি ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, মিয়ানমারের দিক থেকে আসা গোলাগুলি, মাইন পুঁতে রাখা এবং সীমান্ত লঙ্ঘনের ঘটনা এখন আর নতুন কিছু নয়। কিন্তু সরাসরি সাধারণ মানুষ আহত হওয়ায় আতঙ্ক চরমে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, সীমান্তবর্তী জলসীমায় মাইন পুঁতে রাখা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক মহলে এ বিষয়ে কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ জানানো।

সীমান্তে দীর্ঘদিন ধরে চলা মিয়ানমারের সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি এবং শরণার্থী সংকটের কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে সাধারণ জেলেদের জীবনের এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়া আরো একবার প্রমাণ করে—সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনগুলো।