ঢাকাসোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারার কোরিয়ান ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধি দল, নতুন বিনিয়োগের সম্ভাবনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৭, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের অব্যবহৃত জমিতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে পর্যালোচনার জন্য বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সকালে কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াং ওয়ানের আমন্ত্রণে তারা ইপিজেডটির বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং বর্তমানে কার্যক্রমরত বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বর্তমানে প্রায় ৮০০ একর জমিতে ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে। অথচ পুরো ইপিজেডটি আড়াই হাজার একর জমির উপর প্রতিষ্ঠিত, যার বড় একটি অংশ এখনও অব্যবহৃত।

একজন ইপিজেড কর্মকর্তা জানান, “আমরা একটি অপারেশনাল ইপিজেড, এবং প্রাইভেট সেক্টরে একমাত্র এই ইপিজেডটি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। এখানে ইতিমধ্যেই ১৫ জন বিনিয়োগকারী রয়েছেন। নতুন বিনিয়োগকারীদের আমাদের কার্যক্রম ও অবকাঠামো দেখাতে এনেছি। তারা সবকিছু পর্যবেক্ষণ করে পরবর্তীতে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

ঢাকায় অনুষ্ঠিত সামিটে যোগ দেওয়া কোরিয়ান বিনিয়োগকারীদের একটি অংশ ইয়াং ওয়ানের তত্ত্বাবধানে আনোয়ারার এই ইপিজেড ঘুরে দেখেন। কর্তৃপক্ষের আশা, নতুন করে আরও বহু কোরিয়ান ও আন্তর্জাতিক বিনিয়োগকারী আগ্রহী হয়ে উঠবেন।

পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার উদ্দেশ্যে রওনা দেন। দিন শেষে তারা ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আনোয়ারার এই কোরিয়ান ইপিজেডে এখনও বড় পরিসরে উন্নয়ন সম্ভব। সুবিধাজনক অবস্থান, অবকাঠামো, এবং বিদেশি বিনিয়োগে ইতিবাচক পরিবেশ থাকায় এখানে নতুন নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনা রয়েছে।

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) মডেলে এমন উদ্যোগগুলো বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি খাতে বৈচিত্র্য আনার পাশাপাশি আন্তর্জাতিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।