চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বারবার দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে এই সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোদের স্মরণে এবং নিরাপদ মহাসড়কের দাবিতে আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে কক্সবাজার অভিমুখে পদযাত্রা শুরু করবেন তিনি। সৌরভ বলেন, “ঈদে আমি একাই ১১টি লাশ স্বজনদের হাতে তুলে দিয়েছি। এভাবে আর লাশ দেখতে চাই না।”
তিনি আরও বলেন, কর্ণফুলী টানেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ছয় লেনে উন্নয়ন। নতুন কালুরঘাট সেতু হলে এই রোডে আরও চাপ বাড়বে। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সৌরভের এই একক কর্মসূচি ও পদযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে।