চট্টগ্রামের আলোচিত তাহসিন হত্যা মামলায় গ্রেফতার হওয়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এই রিমান্ডের আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক জানান, চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলার আসামি সাজ্জাদকে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় চা দোকানে বসে থাকা অবস্থায় তাহসিনকে গুলি করে হত্যা করে কালো একটি গাড়িতে আসা দুর্বৃত্তরা। ঘটনার পর তাহসিনের বাবা চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন, যার প্রধান আসামি করা হয় ছোট সাজ্জাদকে।
পুলিশ জানায়, সাজ্জাদ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। আত্মগোপনে থাকা অবস্থায় ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে হুমকি দেন সাজ্জাদ। এ ঘটনার পর ৩০ জানুয়ারি সিএমপি তার সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করে।
পরে ১৫ মার্চ ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।