কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকালে কুতুপালংয়ের পশ্চিম পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং মান্নানের বোন শাহিনা বেগম। কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “ওরা সবাই আপন চাচাতো ভাই-বোন। বাড়ির সীমানা প্রাচীর নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। আজ সকালে তা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে তিনজনই নিহত হন।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, “আমরা এখনো বিস্তারিত তদন্ত করছি। সংঘর্ষে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে এলাকার জনগণের মাঝে এই ঘটনা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন স্থানীয়ভাবে একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হওয়ায় এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।