ঢাকারবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৫, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে বিচার সম্ভব—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা আত্মবিশ্বাসী, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে, এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব।”

তিনি জানান, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত BIMSTEC সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হয়।

বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ওঠে এবং মোদির প্রতিক্রিয়া “নেতিবাচক ছিল না” বলেও দাবি করেন শফিকুল আলম।

ফেসবুক পোস্টে শফিকুল লিখেছেন, “বৈঠকে মোদি বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা অবস্থাতেও আমরা অধ্যাপক ইউনূসের প্রতি তার অবমাননাকর আচরণ দেখেছি, তবে ভারত সবসময় ইউনূসকে সম্মান জানিয়েছে।” তিনি আরও লেখেন, “ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়।”

প্রসঙ্গত, বর্তমানে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন।

ড. ইউনূস কয়েকবার বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বচ্ছতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে।