ঢাকারবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যম হালিশহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী খুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৫, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় ছুরিকাঘাতে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম চাঁদনী খাতুন (২৪), তিনি নগরীর সিইপিজেডের এভারটোব বাংলাদেশ লিমিটেড কারখানার কর্মী ছিলেন।

শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাকের আলী টেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদনী খুলনার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, “চাঁদনী খাতুন হেঁটে বাসায় ফিরছিলেন। পথে এক যুবক তার উপর অতর্কিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এখন পর্যন্ত হামলাকারী বা ঘটনার পেছনের কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘাতককে শনাক্তে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে।