চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন—বিপ্লব (৩১), নূর নবী (২৬), খয়বার আলী (২৮) ও মো. সাইফুল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাইগারপাস মোড়ে স্থানীয় বিএনপি নেতা মো. বাবুর অনুসারীদের সঙ্গে চাঁদা দাবিকে কেন্দ্র করে মো. বিপ্লব ও নূর নবীসহ কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাবুর অনুসারীরা প্রতিপক্ষের কয়েকজনকে পিটিয়ে আহত করে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রফিক মিয়া জানান, টাইগারপাস পুলিশ ফাঁড়ির সামনে বিএনপির নেতারা আহতদের কাছে চাঁদা দাবি করলে তারা অস্বীকৃতি জানায়। এরপরই তাদের মারধর করা হয়।
ঘটনার পর আহতদের স্বজনরা কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।