মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এই সংকট মোকাবিলায় করণীয় ঠিক করতেই বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে শুল্ক ইস্যুতে বিশ্লেষণ ও প্রতিক্রিয়া জানাতে শীর্ষস্থানীয় অর্থনীতি ও বাণিজ্য বিশেষজ্ঞ, সরকারের উপদেষ্টারা এবং সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আমদানি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি ঘোষণা করেছেন। এতে বাংলাদেশের রপ্তানিখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।