ঢাকারবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৫, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ইপিজেড মোড়ে কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।

এতে ইপিজেড মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “এক্সেস শিওর” নামের একটি কারখানার প্রায় ৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এর প্রতিবাদে সকাল থেকে ২০০-২৫০ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করছিলেন। পরে দুপুরে তারা সড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের প্রধান দাবি—ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল থানা কর্তৃপক্ষ।