ঢাকাশুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় তিনি ব্যাংককে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। একই সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও অংশ নিচ্ছেন।

বিমসটেক সম্মেলনের অংশ হিসেবে আজ সকালে মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। আজ বিকেলে (স্থানীয় সময় ৩টায়) বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য রাখার কথা রয়েছে ড. ইউনূসের। আগামীকাল তিনি মূল সম্মেলনে যোগ দেবেন এবং ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, তিনি দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে, দীর্ঘ জল্পনার পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ।