ঢাকাশুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাকলিয়া এক্সেস রোডে ডাবল মার্ডারে সরাসরি জড়িত দুই আসামি আটক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ঘটে যাওয়া আলোচিত ডাবল মার্ডার মামলায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বুধবার (২ এপ্রিল) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে একজনকে ফটিকছড়ি থেকে এবং অন্যজনকে চান্দগাঁও থানা এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া দুই আসামি হলেন মো. বেলাল ও মো. মানিক। বেলাল খাজা রোডের বাদামতল এলাকার মো. রফিকের ছেলে, আর মানিক ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। তাদের আজ (৩ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে এই দুই আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ (রোববার) রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া এক্সেস রোডের শেষ প্রান্তে গুলজার স্কুলের পাশে একটি প্রাইভেট কারকে (চট্ট মেট্রো- গ-১২-৯০৬৮) লক্ষ্য করে সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে। এতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ রিফাত ঘটনাস্থলেই নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।