ঢাকাশুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও সাত বছরের এক কন্যা শিশু রয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি দ্রুতগতির বাস হার্ড ব্রেক করার ফলে মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

আহতদের মধ্যে অন্তত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ঈদের দিন সোমবার একই স্থানে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন, আর মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইটি মাইক্রোবাসে আটজন আহত হন। বারবার দুর্ঘটনার কারণে চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকা এখন ‘দুর্ঘটনার হটস্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে।