ঢাকাবুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে তানজিনা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে মধ্যম ইয়াকুব নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তানজিনার স্বামী মঞ্জুরুল আলম প্রবাসে রয়েছেন। পারিবারিক বিরোধের জেরে তিনি ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই লোকমান খান বলেন, “আমরা গৃহবধূর লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছি।”