ঢাকাবুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ, রাজনৈতিক আশ্রয় প্রার্থনায় আওয়ামী নেতারা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনের ঈদুল ফিতরের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার তিনি গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তার পাশে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

গত ৫ আগস্টের পর থেকে হাছান মাহমুদের অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও এবার স্পষ্ট হলো যে তিনি লন্ডনে রয়েছেন। এর আগে, আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা লন্ডনে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, সচিব ও দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা।

জানা গেছে, এদের বেশিরভাগই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।