নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাঁর রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকলেও ব্যক্তিগত পর্যায়ে অনেক সম্পর্কই অটুট থেকেছে।
সাক্ষাৎকারে মান্না জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একসময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি বলেন, “ওবায়দুল কাদের আমার খুব ভালো বন্ধু ছিলেন। একবার রাত দেড়টায় তিনি আমাকে ফোন করে বললেন, ‘ভাই, আপনার কেমন লাগছে? আমার মন খুব খারাপ।’ কারণ শেখ হাসিনা তাকে একটি বিষয়ে কোল্ড শোল্ডার দিয়েছিলেন। এই কষ্টটা শেয়ার করতে তিনি আমাকে ফোন করেছিলেন।”
১৯৭০-এর দশকের ছাত্র রাজনীতির স্মৃতিচারণ করতে গিয়ে মান্না বলেন, “আমি মুজিববাদী ছাত্রলীগ থেকে বেরিয়ে জাসদে যোগ দিয়েছিলাম। ফজল ভাই তখন আওয়ামী ছাত্রলীগে ছিলেন, কিন্তু পরে তিনি প্রগতিশীল ধারার রাজনীতিতে আকৃষ্ট হন। আমাদের বক্তৃতার স্টাইল ভিন্ন ছিল—তিনি যুক্তিনির্ভর ছিলেন, আমি আবেগপ্রবণ। তবু কখনো একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করিনি।”
একটি উল্লেখযোগ্য ঘটনার কথা শেয়ার করে মান্না বলেন, “একবার আমরা দুই দলের মিছিল নিয়ে সামনাসামনি হয়েছিলাম। সংঘর্ষ লাগতে যাচ্ছিল, কিন্তু আমরা দুজনেই সামনে এগিয়ে গিয়ে কর্মীদের হাত ধরে থামিয়েছিলাম। রাজনীতি করতে গিয়ে এমন অনেক মুহূর্ত আসে, যখন ব্যক্তিগত সম্পর্কই প্রধান হয়ে ওঠে।”
ছাত্র ইউনিয়নের নেতা কাজী আকরাম হোসেনের উদাহরণ টেনে তিনি বলেন, “বামপন্থীদের সঙ্গে আমাদের সম্পর্ক ভিন্ন ছিল। তারা তাত্ত্বিকভাবে বেশি সচেতন, আবেগ কম দেখাতেন। কিন্তু আওয়ামী লীগ বা জাসদের নেতাদের সঙ্গে সম্পর্ক ছিল খোলামেলা। ওবায়দুল কাদের ছিলেন আবেগের আধার—হঠাৎ রেগে যাওয়া বা হঠাৎ ভালোবেসে ফেলার মানুষ।”