নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষ হয়, যেখানে একজন গুলিবিদ্ধসহ অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে বিএনপি ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুত পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বিএনপির কর্মী সাব্বির (২৪) আহত হন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা বিএনপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ পাওয়া গেছে, এতে বিএনপির আরেক কর্মী সুজাত গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী রান্টু ইসলাম জানান, ঈদগাহ মাঠে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং পরে লালপুর-বাঘা সড়কে একই স্লোগান দিতে থাকেন। এতে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা সংঘর্ষে রূপ নেয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘দুই যুবক ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছেন, এটি জানতে পেরেছি। তবে সংঘর্ষের ঘটনা রাজনৈতিক নাকি সামাজিক দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’