ঢাকামঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের প্রধান জামাতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৩১, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস প্রতিকূলতার মাঝেও মানুষের মধ্যে গড়ে ওঠা ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লির পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনীতিবিদরা অংশ নেন।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান।

এর আগে সকাল সাড়ে সাতটা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।