চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র ঈদুল ফিতরের সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং আহত হন আরও ১৫ জন।
নিহতদের মধ্যে রয়েছেন লোহাগাড়া পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. জাহেদ ও রিফাত, একই ইউনিয়নের চরপাড়ার নাজিম, সুখছড়ি মৌলভীপাড়ার জিয়ান হোসেন অপু এবং সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার বাসিন্দা ছিদ্দিক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সৌদিয়া পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল, আর মিনিবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় পৌঁছানোর পর বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকা আগে থেকেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে করোনাকালীন সময়ে এখানে একটি বড় দুর্ঘটনায় ১২ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। স্থানীয়দের দাবি, এ এলাকায় বারবার সড়ক দুর্ঘটনা ঘটায় দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।