চট্টগ্রাম নগরীর বাকলিয়ার এক্সেস রোড এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে গুলজার বেগম মোড়ে চলন্ত একটি প্রাইভেট কারকে (চট্টমেট্রো ল ১২-৯০৬৮) লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা গাড়িটিকে তাড়া করে এবং একপর্যায়ে ব্রাশফায়ার করে। এতে গাড়িতে থাকা চারজনই গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় ও রবিন বর্তমানে চমেকের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সিএমপি উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম।