প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শনিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
সারজিস আলম তার পোস্টে লেখেন, “প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।”
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। শনিবার সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সেখানে বক্তব্য প্রদানকালে ড. ইউনূস বলেন, “নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, যেখানে দারিদ্র্য দূর করাই আমার প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি।”
তিনি আরও বলেন, “আমার দেশের তরুণরা সঠিক সুযোগের জন্য যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এমন যে, এটি সাধারণ মানুষকে দমন করে রাখে। এটিই আমাদের দেশের জনগণের সকল সমস্যার মূল কারণ।”
প্রধান উপদেষ্টা চীনে চার দিনের সরকারি সফর শেষে শনিবার ঢাকায় ফিরছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর দীর্ঘ আট মাসের পথচলায় তিনি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।