চীনের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. ইউনূসের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনিয়র অধ্যাপকগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিগ্রি গ্রহণের পর দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, “আমি যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখানে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে, যা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমার দেশের অসংখ্য তরুণ সঠিক সুযোগের জন্য যুদ্ধ করে যাচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থা আমাদের জনগণকে দমন করে রেখেছে, আর সেটিই তাদের সকল সমস্যার মূল কারণ। আমাদের সেই ব্যবস্থাকে বদলাতে হবে।”
চার দিনের সরকারি সফর শেষে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ঢাকা ফেরার কথা রয়েছে। চীন সফরকালে তিনি দেশটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন।