ঢাকামঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সহসভাপতি তানিম গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ইরফান হাসান মান্নান তানিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) রাতে কোতোয়ালী থানার কাজীর দেউড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার তানিম বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী সাইর মো. চৌধুরী বাড়ির ডা. এম এ মান্নানের ছেলে। তিনি কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার ভাণ্ডারি মাজার সংলগ্ন ডা. এম এ মান্নানের বিল্ডিংয়ে বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, তানিমের বিরুদ্ধে পেনাল কোড ও বিস্ফোরক উপাদান আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।