ঢাকামঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত,উৎপত্তিস্থল মিয়ানমার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৮, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭।

উল্লেখ্য, একই স্থানে পরপর দুই দফা ভূমিকম্প হয়—প্রথমটি ১২টা ২০ মিনিটে এবং দ্বিতীয়টি ১২টা ৩২ মিনিটে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার ফলে কিছু ভবনের বাসিন্দারা আতঙ্কে বেরিয়ে আসেন। বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, রাজশাহী ও আশপাশের জেলাগুলোতে এর প্রভাব বেশি দেখা গেছে।

আবহাওয়া অফিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।