ঢাকামঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৭, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতা শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় দেন। একইসঙ্গে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে।

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দক্ষিণ সিটিতে নৌকা প্রতীকের ফজলে নূর তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট, আর ধানের শীষ প্রতীকের ইশরাক হোসেন পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ভোট। ভোটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেছিলেন ইশরাক।

আইন অনুযায়ী, ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার নিয়ম থাকলেও মামলার নিষ্পত্তি হতে সময় লেগেছে পাঁচ বছর।

উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গত বছর গ্রেপ্তার করা হলেও দক্ষিণের সাবেক মেয়র তাপসের কোনো খোঁজ নেই। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে।